Card image cap
Arijit Singh: ভরা মন্ঞ্চে মমতা দিদির সামনে অরিজিৎ সিং গাইলেন 'রাঙ্গ দে তুই মোহে গেরুয়া'
20
3

15 ই ডিসেম্বর, থেকে শুরু হল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। উপস্হিত ছিলেন অমিতাভ বচ্চন,জয়া বচ্চন, সাহরুখ খান,রানি মুখার্জি, অরিজিৎ সিং প্রমুখ তারকারা। অমিতাভের হাতে প্রদীপ জ্বালিয়ে সূচনা ঘটল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অরিজিৎ মন্ঞ্চে উপস্থিত অথচ গান হবে না তা মানতে পারলেন না মমতা দিদি । সকলকে মুগ্ধ করে অরিজিৎ গাইলেন 'বোঝে না সে বোঝে না ' ও তার সাথেই জুড়ে দিলেন ' রাঙ্গ দে তুই মোহে গেরুয়া'।

How do you vote?

Card image cap